ডেস্ক নিউজ
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত বিষয়ে অডিও ক্লিপের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইফতেখার মোহাম্মদ আদনান বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চট্টগ্রাম শাখার নেতা হিসেবে পরিচিত। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁঈয়া সমকালকে বলেন, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গুজব ছড়ানো হয়। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে অডিও ক্লিপটি চিকিৎসক ইফতেখার আদনান ছড়িয়েছেন- এটা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।