অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দায়ে নাটোর শহরের নিচাবাজারে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নাটোর শহরের নিচাবাজারে অভিযান চালায়। অভিযানকালে পেঁয়াজ-রসুনের মাত্রাতিরিক্ত মূল্য নেওয়ার কারনে উজ্জল সরকারকে ৫ হাজার ও মোতালেব হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেহেনা মজুমদার মুক্তি এই জরিমানা করেন। পরে বিভিন্ন ব্যবসায়ীকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিতে অতিরিক্ত দাম না নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়।