নিজস্ব প্রতিবেদক:
ডালিপ্রদ্ধতি ও বস্তা প্রদ্ধতিতে লতা জাতীয় সবজি চাষে অনাবাদি পতিত জমিতে নতুন প্রযুক্তি সম্প্রসারনের লক্ষ্যে নাটোরের কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর বড়াইগ্রামের আয়োজনে নগর ইউনিয়নে বাটরা কুন্ডুপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, ফোকাল পার্সন, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্রাংক – ডিএই কৃষি প্রকল্পের কৃষিবিদ ড.বিজয় কৃষ্ণ বিশ্বাস,ঢাকা খাবারবাড়ীর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা শারমিন সুলতানা,রিলেশন শিপ অফিসার ব্র্যাক ব্যাংক পিএলসি বড়াইগ্রাম শহিদুজ্জামান, নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা সাহেব সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কৃষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশে কোন জমি অনাবাদী থাকবে না। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তারই প্রেক্ষিতে কোন জমি যেন পতিত না থাকে এজন্য কৃষকদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এর আগে পার্টনারশীপ ইন ব্র্যাংক -ব্রাক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক কৃষাণীকে নিয়ে প্রশিক্ষন ও মাঠ দিবস পালন করা হয়।