প্রথমে কনস্টেবল পদে চাকরি। পরবর্তীতে উপ-পরিদর্শক (এস.আই) পদে পুলিশে চাকরি। পুলিশে যোগদান করে বদলে গেছে আকবর হোসেন ভূইঁয়ার পরিবার।
সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভূইঁয়া। আলোচিত ও সমলোচিত এই পুলিশ কর্মকর্তা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়।
তার এই কর্মকান্ডে হতাশ স্থানীয়রা এই ঘটনায় তার বিচার দাবি করেছেন তারা। যদিও তার এলাকার লোকজন ক্যামেরার সামনে কথা বলতে চান না।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বগইর গ্রামের জাফর আলী ভূইয়ার ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইঁয়া। তিন ভাই ও দুই বোনের মধ্যে আকবর দ্বিতীয়। পুলিশে তার চাকরি হওয়ার পর বদলে যায় তার পুরো পরিবার। গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। প্রথম তলার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। পাশপাশি বাড়ির সামনে নির্মাণ করছেন আধুনিক গেইট। যার নির্মাণ কাজ চলছে।