ডেস্ক নিউজ
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আলোক সজ্জায় সজ্জিত হলো ওই দেশের পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং এবং ন্যাশনাল ক্যারিলিয়ন।
শুক্রবার (৬ মে) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত এই আলোক সজ্জা প্রদর্শন করা হবে।
অস্ট্রেলিয়ার ক্যানকেরায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এই আলোকসজ্জা উপভোগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ ন্যাশনাল ক্যারিলিয়নেও এমন আলোক সজ্জার প্রদর্শন করা হয়।