ডেস্ক নিউজ
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলা পরিচালনায় বাংলাদেশকে অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাবে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বাংলাদেশ সফররত ওআইসির প্রতিনিধিদল এই অভিমত ব্যক্ত করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ওআইসির রাজনৈতিকবিষয়ক সহকারী মহাসচিব রাষ্ট্রদূত ইউসুফ আলদোবে। গত রোববার প্রতিনিধিদলটি ভাসানচর ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে শরণার্থীদের সাথে মতবিনিময় করে।
পররাষ্ট্রমন্ত্রী এক লাখ রোহিঙ্গার থাকার উপযোগী করে তৈরি করা ভাসানচরের অবকাঠামো সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় তৎপরতা জোরদার করতে ওআইসির প্রতি আহ্বান জানান ড. মোমেন।
আইসিজেতে মামলা পরিচালনার জন্য রোহিঙ্গাদের জন্য ওআইসির তহবিলে অর্থের জোগান দেয়ার জন্য জোটভুক্ত সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ তহবিলে আরো অর্থের জোগান দিতে সদস্য রাষ্ট্রগুলোকে উৎসাহিত করতে ওআইসি প্রতিনিধিদলকে অনুরোধ জানান শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়াকে পূর্ণ সহযোগিতা দেবে বাংলাদেশ।
বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানেও ওআইসির সহযোগিতা চান।