ডেস্ক নিউজ
কলকাতার ছিমছাম দুপুর। আকাশে কোনো মেঘ নেই। তবে বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ আকাশ থেকে শুরু হলো টাকার বৃষ্টি! বুধবার দুপুরে বেন্টিঙ্ক স্ট্রিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেখানকার একটি বহুতল ভবনে অভিযান চালায় ভারতের আয়কর বিভাগ।
তাদের হাত থেকে বাঁচতে বহুতল ভবনটির জানালা দিয়ে ফেলে দেওয়া হয় মুঠো মুঠো টাকা। ৫০০ ও ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলা হয় ওই বহুতল থেকে।
এভাবে টাকা উড়তে দেখে পথচলতি মানুষজন দাঁড়িয়ে যান। শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমতো আকাশ থেকে ঝরে পড়া টাকা কুড়াতে হিড়িক পড়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
টাকা ওড়ার ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় সাধারণের ভিড় আরো বাড়তে থাকে।
এমন কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটি ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, একটি বহুতল ভবন থেকে টাকা ফেলা হচ্ছে। উপর থেকে পড়ছে বান্ডিল বান্ডিল টাকা। কে বা কারা ওই টাকা ফেলেছে, তা ভিডিওতে দেখা যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সেখানে অনেকগুলো অফিস রয়েছে। আয়কর বিভাগের অভিযানের ফলেই বহুতল ভবন থেকে টাকাগুলো ফেলা হয়। আয়কর অফিসারদের চোখে ফাঁকি দিতেই ছয় তলার ওই অফিসের টয়লেট থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলা হয় টাকার বান্ডিলগুলো।