আখ চাষীদের পাওনা ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ ৬ দফা দাবীতে নাটোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাটোরের বিভিন্ন আখ চাষী সমিতি। আজ দুপুর ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনের পুর্বে তারা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে তারা সেখানে একটি মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাটোর চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান,নাটোর চিনিকল আখ চাষী সমিতির সভাপতি আব্দুল করিম। মানববন্ধনে বক্তারা বলেন, চিনি শিল্পকে বি-রাষ্ট্রীয়করন করা যাবেনা। প্রতিমন আখের মুল্য ২শ টাকা করতে হবে। বছরের পর বছর আখের দাম বকেয়া রেখে চাষীদের হয়রানী করা বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।