ডেস্ক নিউজ
বেসরকারি খাতের ঋণে ব্যাপক গতি ফিরেছে। সর্বশেষ আগস্ট মাসে এ খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ০৭ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা জানান, করোনার প্রভাব কাটিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। ফলে পুরনো উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও বিনিয়োগে ঝুঁকছেন। এতে বেসরকারি খাতের ঋণেও বেশ গতি ফিরেছে। চলতি অর্থবছরের জন্য বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির সীমা নির্ধারণ করা আছে ১৪ দশমিক ১০ শতাংশ। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। এর বিপরীতে গত অর্থবছরে অর্জন হয়েছে ১৩ দশমিক ৬৬ শতাংশ। সূত্র জানায়, বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরেই দেশে বিনিয়োগে মন্দা চলছিল। এর ফলে বেসরকারি খাতের ঋণেও ছিল হতাশার চিত্র। মহামারী করোনার নেতিবাচক প্রভাবে এ খাতের প্রবৃদ্ধি আরও নিম্নমুখী হয়ে পড়েছিল। তবে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর ফের এ খাতের ঋণে বেশ গতি ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত আগস্ট শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ৬২ হাজার ৪৭৮ কোটি টাকা, যা অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ছিল ১৩ লাখ ৫২ হাজার ৫৬৬ কোটি টাকা।