আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে নিজেকে জয়ী ঘোষণা করবেন কি না সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় দুই প্রেসিডেন্ট প্রার্থীর ভোটের মধ্যে ব্যবধান কম হলে ভোট পুনর্গণনার আভাস মিলেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জর্জিয়ায় জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে প্রায় চার হাজার ভোটে এগিয়ে আছেন। এরই মধ্যে মোট ভোটের প্রায় ৯৯ শতাংশ গণনা হয়েছে বলে জানিয়েছে জর্জিয়ার নির্বাচন কর্তৃপক্ষ।
পেনসিলভেনিয়ায় ৩ নভেম্বর স্থানীয় সময় রাত আটটার পরে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রিপাবলিকান এই ঘাঁটিতেও এগিয়ে আছেন জো বাইডেন।
ব্যাটলগ্রাউন্ড ছয় অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল কলেজ ভোট পেনসিলভানিয়ায়। এ জন্যই লড়াইয়ে টিকে থাকতে হলে এখানে জিততেই হবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। হারলেই হোয়াইট হাউস থেকে বিদায় নিতে হবে তাকে।
ফক্স নিউজসহ কিছু গণমাধ্যম বাইডেনের ২৬৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কথা জানাচ্ছে। মোট ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি। এখন জয়-পরাজয়ের হিসাব ঝুলে আছে ছয় অঙ্গরাজ্যের ৭১টি ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফলের ওপর। এর মধ্যে পেনসিলভানিয়া ২০টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি, নেভাদায় ৬টি ও আলাস্কায় ৩টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।
এ পর্যন্ত ২৩ রাজ্যে জয়ে ২৬৪ ভোট নিশ্চিত করেছেন বাইডেন। জয়ের জন্য তার প্রয়োজন আর মাত্র ৬ টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে প্রেসিডেন্ট হতে হলে এখন পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদাসহ ৫ রাজ্যে জয়ের বিকল্প নেই ট্রাম্পের।