কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় অদ্ভুত শর্ত দিয়েছে তালেবান। এই গোষ্ঠীর সিনিয়র নেতা খায়রুল্লাহ খায়েরখা বলেছেন, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছেন তা বাস্তবায়ন করলেই কেবল সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে।
আফগানিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খায়রুল্লাহ রবিবার দোহায় বলেছেন, আমেরিকার সঙ্গে তালেবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগান-তালিবান আলোচনা এগিয়ে নিতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি তালেবানের এ শর্ত মেনে না নেয় তাহলে আলোচনা করে কোনও লাভ হবে না।
গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দুই সপ্তাহরও বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তানে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখনও পর্যন্ত দু’পক্ষ কোনও রূপরেখা তৈরি করতে পারেনি।