নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আব্দুলপুরে মালগাড়ী ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামি ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাকশী রেলওয়ে কর্মকর্তা শাহ সুফি নুর মোহাম্মাদ জানান, দুপুর পৌনে ১টার দিকে ট্রেনের দুর্ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশনের একটি উদ্ধার টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার বিষয়ে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়ে। তদন্ত কমিটি আগামি ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারন জানা যাবে এবং পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।