নাটোরের আমানা বিগ বাজারের এমডি মাসুদ রানার পক্ষ থেকে প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন। আজ শনিবার দুপুরে উপহার সামগ্রী প্রেরণের পর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী সেই সামগ্রীগুলো সকল সদস্যের মাঝে বিতরণ করেন। এ সময় নাটোর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দুলাল সরকার,যুগ্ম সম্পাদক নাজমুল হাসান,ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুলু,সিনিয়র সাংবাদিক এস এম মনজুর উল হাসান সহ প্রেসক্লাবের সকল সদস্য ও ক্যামেরা সহযোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় আমানা বিগ বাজারে এমডি মাসুদ রানা মোবাইল ফোনে জানান,তিনি গতকাল থেকে শারিরীক ভাবে অসুস্থ্য থাকায় তিনি উপস্থিত হতে পারলেন না। তাই তিনি তার প্রতিনিধি মারফত প্রেসক্লাবে উপহার সামগ্রী গুলো পাঠিয়েছেন। অসুস্থ্যতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি উপস্থিত থাকতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।