নিউজ ডেস্ক :
ক্রিকেট বিশ্বকাপের মাঝেই চলতি মাসে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এই টুর্নামেন্টের শেষ দুই আসরের ফাইনালেই হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই পেনাল্টি শুট আউটে জয় পায় চিলি। ফলে বড় কোনো টুর্নামেন্টে এখনো শিরোপা অধরাই থেকে গেছে লিওনেল মেসির।
২০০৫-এর আগস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে চারটি বড় আসরের ফাইনাল খেললেও কোনো শিরোপা জিততে পারেননি মেসি। ১৯৯৩ সালে কোপা আমেরিকাতেই শেষবার কোনো বড় টুর্নামেন্টে শিরোপার মুখ দেখেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনাকে বিদায় বলার আগেই মেসি শিরোপা জিততে চান। ফক্স স্পোর্টসকে বার্সেলোনার মহাতারকা বলেন,‘ যেদিন আমি আর উপভোগ করব না, সেদিন থেকে আর খেলব না। কিন্তু এই মুহূর্তে অনুশীলন করতে ও ম্যাচগুলো খেলতে আমি ভালোবাসি। ছেলেবেলায় যতটা ভালোবাসতাম ঠিক ততটাই। আর্জেন্টিনার হয়ে কিছু জিতে আমি অবসর নিতে চাই। আর কিছু জেতার চেষ্টাটা আমি করে যাব।’
১৪ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ১৫ জুন আর্জেন্টিনার প্রথম ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপে মেসিদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।