নিজস্ব প্রতিবেদক:
আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলোক, জেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন সহ অন্যান্যরা। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক^) নাদিম সারোয়ার, গুমাধ্যম কর্মীরাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন ইতিহাসের এই জঘন্যতম কাল রাতে পাকবাহিনীর সদস্যরা কাপুরুষের মত বাঙালি জনগণের উপর আক্রমন চালিয়ে পৃথীবীর জঘন্যতম ও নৃশংসতম হত্যা যজ্ঞ চালিয়েছিল। সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বক্তারা।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন আজ সন্ধ্যায় শহরের নাটোর প্রেসক্লাব চত্বরে গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। রাত নয়টায় এক মিনিটের জন্য সমগ্র জেলা ব্লাক-আউট কর্মসূচী পালন করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত ও প্রার্থনা করা হবে।