উচ্চ আদালতের নির্দেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশের একটি চিঠি আজ রবিবার জেলা নির্বাচন অফিসার, নাটোর ও রিটার্নিং অফিসার, নাটোর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ বরাবর প্রেরণ করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারী ২০২১ নাটোর জেলার নাটোর পৌরসভার সাধারণ নির্বাচন হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪৬৩৯/২০২০ ও ৮৮৩২/২০২০ আদেশ অনুযায়ী আইনগত জটিলতা নিরসনের লক্ষ্যে সচিব স্থানীয় সরকার বিভাগ কতৃক বিবেচ্য আবেদন দুইটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্তগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।