ডেস্ক নিউজ
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, উন্নয়নের অংশীদার হিসেবে জাপান সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে। মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম পাওয়ার গ্রিড শক্তিশালীকরণসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে চট্টগ্রাম একটি শিল্প কেন্দ্রে পরিণত হবে উল্লেখ করে তিনি বলেন, এখানে জাপানি বিনিয়োগকারীরা ব্যাপকহারে শিল্প কারখানা গড়ে তুলবে। এতে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। গতকাল শনিবার রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউর মেজবান হল জাপান-বাংলাদেশ কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিএএএস) প্রেডিডেন্ট ইঞ্জিনিয়ার এইউএম জোবাইরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, জেট্রো’র কান্ট্রি রিপ্রেন্টেটিভ ইউজি এন্ডো (আনন্দ), জাইকার কান্ট্রি রিপ্রেন্টেটর ইছি গুছি তমোহিদে, এওটিএস এডভাইজর ড. এ কে এম মোয়াজ্জেম হোসাইন। এওটিএস প্রেডিডেন্ট শিনইয়া কুওয়ামা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইতো নাওকি বলেন, চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে ১০টি জাপানি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। বঙ্গবন্ধু শিল্পনগর প্রস্তুত হচ্ছে। নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দুই দেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইতো নাওকি। ইঞ্জিনিয়ার এ ইউ এম জোবাইর বলেন, জাপান আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ। অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নও প্রয়োজন। এওটিএস দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে। জাপানে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে সিএএএস ও নিপ্পন একাডেমির যৌথ উদ্যোগে আযয়োজিত সেমিনারে মূল বক্তা হিসেবে জাপানে স্টাডি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রামে জাপানের সাবেক অনারারি কনসুলার জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম।
জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারায় অন্য সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সেলিম উদ্দিন। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন-জেট্রো’র বাংলাদেশ প্রতিনিধি ইউজি এন্ডো (আনন্দ) বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন। উভয় সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং সিএএএসের সহ-সভাপতি ড. মোহাম্মদ সালেহ জহুর।