নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা পর্যায়ে গ্রামীন উন্নয়নে পর্যটক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বেলা ১০ টার দিকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্মকর্তাদের সাথে নলডাঙ্গা উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক অনলাইন জুম অ্যাপস মাধ্যমে যুক্ত হয়ে এ কর্মশালা হয়।এতে মিনি কক্সবাজার বলে খ্যাত হালতি বিলে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনায় উঠে আসে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ন সচিব হাজরা খাতুন।এছাড়া অনলাইন জুম কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়রা হোসেন,নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ,খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।