নিজস্ব প্রতিবেদক:
১০ ম গ্রেডে উন্নীতকরণের এক দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন। প্রাথমিক সহকারি শিক্ষকদের আয়োজনে আজ রবিবার বিকেল ৫টার দিকে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে নাটোর জেলার ৭টি উপজেলার প্রায় ৩ শতাধীক সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানবন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ ম গ্রেড বাস্তবায়নের আন্দোলনের সমন্বয়ক কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম শেখ ও নেপাল দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোক্তাদির চৌধুরী। এ ছাড়াও বক্তব্য রাখেন, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার, চক আম হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন।
এ সময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ করে ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের সবার দৃষ্টি আকর্ষণ করেন।