নিজস্ব প্রতিবেদক:
প্রায় প্রতিদিন জেলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জেল জরিমানা করা হচ্ছে মাদক সেবীদের। আর এই সকল অভিযানকে স্বাগত জানাচ্ছেন নাটোরের সুধিজনরা। কিন্তু তাদের কিছু মিথ্যা অভিযানের বিষয়ে অসন্তোস প্রকাশও করছেন তারা। অনেকের অভিযোগ রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সদস্যরা নিরিহ মানুষকে আটক করে জেল জরিমানার ভয় দেখিয়ে টাকা নেওয়া সহ মানুষজনকে ধরে নিয়ে গিয়ে তাদের অফিসেই মাদক সেবন করিয়ে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে তারা। আর এসব অভিযোগ দীর্ঘদিন ধরেই আমাদের প্রতিবেদকের কাছে আসছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে এবং তথ্য সংগ্রহে নামে প্রতিবেদক। পরে প্রতিবেদকের হাতে চলে আসে এমন কয়েকটি ছবি। ছবিতে দেখা যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের ভিতরেই বসে ৪জন ব্যক্তি গাঁজা ও ইয়াবা সেজন করছেন। সেই ছবির সুত্র ধরেই পাওয়া যায় এমন তথ্য।
জানা যায় গত ২৫ এপ্রিল নাটোর শহরের ৪ জন ব্যক্তিকে শহরের বিভিন্ন স্থান থেকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের কর্মকর্তারা। যদিও তারা এক সময় নিয়মিত মাদক সেবন করতেন। তবে ঘটনার দিন তারা কেউ কোন ধরনের মাদক সেবন করেনি। তবুও তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছে চাওয়া হয় টাকা কিন্তু তাদের চাহিদামত টাকা দিতে না পারায় তাদের অফিসের ভিতরেই মাদক সেবন করিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদক সেবী বলেন, তাদের বেশ কয়েকবার মাদক সেবন ও মাদক সহ আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মাদক সেবন না করলে তারাই মাদক সেবন করায় অফিসের ভিতরে। এছাড়া সব অফিসারের কাছেই বিভিন্ন ধরনের মাদক থাকে। তারাই আমাদের ধরে তাদের মাদকই আমাদের পকেটি দিয়ে দেয় আবার তারাই আমাদের চেক করে মাদক বের করে। আমরা কোন প্রতিবাদ করলে মারধর করে।
এ সব অভিযোগের বিষয়ে নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার অফিসে এমন কোন ঘটনা ঘটার সম্ভবনাই নাই। তারপরও যদি কোন ধরনের অনিয়ম কেউ করে থাকে তাহলে তিনি ব্যাবস্থা গ্রহন করবেন।