ডেস্ক নিউজ
অ্যামাজন, অ্যাপল , উবারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যাংকিং সেবা দিচ্ছে। এবার সে পথে হাঁটছে গুগল। বিশ্বের সর্ববৃহৎ এই প্রযুক্তি সংস্থা ব্যাংকিং সেক্টরেও রাজত্ব করতে চায়। কারেন্ট অ্যাকাউন্ট সরবরাহ করে ব্যাংকিং সেক্টরে প্রবেশ করা সর্বশেষ বৃহত্তর প্রযুক্তি সংস্থা হতে চলেছে গুগল।
এই পরিষেবা গুগল পে’র মাধ্যমে চালু করা হবে। ব্যবহারকারীদের যুক্ত করতে গুগল বিশ্লেষণকারী সরঞ্জাম ব্যবহারের অনুমতি দেবে। প্রথাগত ব্যাংকিং পণ্য থেকে ভিন্নধর্মী সুবিধা এনে দেবে গুগল। প্রতিষ্ঠানটি বলছে, তারা ‘স্মার্ট চেকিং’ অ্যাকাউন্টস সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং ক্রেডিট ইউনিয়নগুলোর সঙ্গে অংশীদার হওয়ার পরিকল্পনা করছে।
এদিকে বেন অ্যান্ড কো কনসালটিং সংস্থার অংশীদার জেরার্ড ডু টোইট বলেন, তারা সকলেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাজ করছে। এই ক্ষেত্রে প্রত্যেকে গ্রাহকদের মন জয়ের জন্য প্রতিযোগিতা করছে।
ই-ব্যাংকিংয়ের মোবাইল ব্যাংকিং সেবা এই খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ৪৯ শতাংশ মার্কিন নাগরিকের মোবাইল ফোনই এখন ব্যাংক লেনদেনের প্রধান মাধ্যম। টেক জায়ান্ট কোম্পানিগুলো ব্যাংকিং সেবার প্রযুক্তি খাতে নতুন নতুন বিষয় যোগ করছে। চলতি বছরের ২৫ মার্চ নিজস্ব ক্রেডিট কার্ড এনেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল।