করোনাকে জয় করে পুনরায় মানব সেবায় ফিরলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ তৈমুর আলম খন্দকার। আজ রবিবার বিকেল ৩ টার দিকে করোনা যুদ্ধে জয়ী হিসেবে সংবর্ধনা প্রদান করেন নাটোর শহরের বেসরকারি হাসপাতাল সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও নাটোর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা। বরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সাবেক আবাশিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য গত ১৩ জুন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ তৈমুর আলম খন্দকারের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিলে পরে তার রিপোর্টে পজিটিভ আসে। এরপর তিনি হোম কোয়ারেন্টাইনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে পরপর দুইবার নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ আসে। গতকাল শনিবার সিভিল সার্জন অফিস তাকে করোনা মুক্ত বলে সার্টিফিকেট প্রদান করা হয়। সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুল আউয়াল রাজা জানান, এখন থেকে তিনি পূর্বের ন্যায় সততা ক্লিনিকে নিয়মিত রোগী দেখবেন।