করোনা ভাইরাসকে উদ্দ্যেশ্যে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও বাজার পর্যবেক্ষন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে ব্যবসায়ীদের সচেতন করতে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা অন্যান্য কর্মকর্তাবৃন্দকে সাথে নিয়ে শহরের বিভিন্ন বাজার পর্যবেক্ষন করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, ব্যবসায়ী চিত্তরঞ্জন সাহা, প্রদীপ আগরওয়ালাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোরের বাজার যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরী না করতে পারে সেজন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বাজারে যথেষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ রয়েছে। তাই ব্যবসায়ী নেতৃবৃন্দ অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে সভা করে তাদেরকে সচেতন করার পরামর্শ দেন। যদি কেউ বাজারের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।