করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নাটোরের ১০ ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে প্রেরণ করা হয়েছর। রাজশাহী বিভাগে করোনা ভাইরাস সংক্রমন পরীক্ষা শুরুর পর নাটোর থেকে পরীক্ষার জন্য এই প্রথম রোগীর নমুনা পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নাটোরের মোট ১০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে সেই নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। সন্ধ্যার দিকে তাদের সাথে যোগাযোগ করা হবে ফলাফলের জন্য পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে সেখান থেকে কর্তৃপক্ষ সরাসরি জানাবে এবং যদি তা পজিটিভ হয় তাহলে আইইডিসিআর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এরপর প্রশাসনিক ভাবে তাদের কাছে যে নির্দেশ দেওয়া হবে তারা সেই নির্দেশনা মোতাবেক কাজ করবেন।