করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় নাটোরে লকডাউনের সময় আরো ৭দিন বাড়িয়ে ৮টি পৌরসভা এলাকায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়ার পর রাতে মন্ত্রী পরিষদ সচিবের সাথে বৈঠকের শেষে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামিকাল ২৩ জুন সকাল ৬টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোর জেলার ৮টি পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ বলবৎ করা হবে।সংক্রমণ নিয়ন্ত্রণে এর আগে ৯ জুন থেকে দু দফায় নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন ঘোষনা করা হয়েছিল।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন নিয়মিত মাঠে থাকবে। স্বাস্থ্যবিধি সহ সামাজিক নিরাপদ দুরত্ব না মানলে অর্থদন্ড সহ কারাদন্ড দেওয়া হবে।