কানাডার কুইবেক শহরে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার রাতে কানাডার কুইবেক শহরে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, মধ্যযুগীয় পোশাক পরে এবং ধারালো অস্ত্র হাতে ওই দুর্বৃত্ত হামলা চালিয়েছে। তার বয়স ২০–৩০ বছরের মধ্যে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।