নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “আমাদের এই সাইবার হামলার হাত থেকে নিজেদের সুরক্ষা প্রদান করতে হলে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারো অর্থ বা তথ্য কেউ যদি চুরি করতে চায় আর বন্দুক পিস্তল নিয়ে আক্রমন করতে হবে না। সাইবার অ্যাটাক করেই চুরি করে নিতে পারে। এমনকি একটি দেশ যদি আর একটি দেশের ক্ষতি করতে চায় তাহ’লে পারমানবিক বোমা ব্যবহার করতে হবে না। সাইবার অ্যাটাক করে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, টেলিফোন ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন সবকিছু ধ্বংস করে দেওয়া সম্ভব।”
তিনি রবিবার সিংড়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে এ সব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, “সাইবার জগৎটাকে নিরাপদ রাখতে হলে আমাদের ব্যাক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সোসাইটি সহ এই ৪টা স্তরে গুরুত্ব দিতে হবে। আমরা বর্তমানে ডিজিটাল যুগে একটা কাঁচের ঘরের মতো একটি জগতে বসবাস করছি। যেখানে অপরাধ করে বের হয়ে আসার সুযোগ নেই। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, স্মার্ট ব্যাক্তি হিসেবে নিজেকে তৈরি করতে হলে সাইবার বুলিং এর প্রতি গুরুত্ব বাড়াতে হবে, ফেসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ নানান গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ্লিকেশন সঠিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মনে রাখতে হবে যে একটি এ্যাপস্ (সফটওয়্যার) তৈরী করেছে সেখানে এডমিন প্যানেলে তিনি থাকেন। তিনি কিন্তু চাইলে সকলের গোপন কথোপকথন, অন্তরঙ্গ ছবি বা ভিডিও দেখে ফেলতে পারেন। আমাদের মনে রাখতে হবে সাইবার জগৎ এমন একটা জগৎ সেখানে তথ্য আপলোড করলে সেটা আর ডিলিট করা যায়না। সাময়িক ভাবে ডিলিট করলেও সেটা আবার প্রযুক্তির ব্যবহারে আবার ফিরিয়ে আনা যায়।”
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক (যুগ্মসচিব) নাহিদ সুলতানা মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এটিএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা।