নিরীহ পাটকলশ্রমিক জাহালমের জন্য ক্ষতিপূরণ বিষয়ে রুলের ওপর আজ রায় দেবেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে এই রায় হওয়ার কথা রয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই দিন নির্ধারণ করেন।
এ ছাড়া বাসের চাপায় পা হারানো রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের রিটের ওপর কাল বৃহস্পতিবার রায় হওয়ার কথা রয়েছে।
২০১৮ সালে বাসচাপায় রাসেল সরকারের পা হারানোর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম।