‘জাতীয় সংগীত বিকৃতির’ অভিযোগে কুমিল্লার মুরাদনগরের সিদ্ধেশ্বরী গ্রামে নতুন চালু হওয়া দক্ষিণ পাড়া মাদ্রাসার কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই মাদ্রাসা শিক্ষার্থীদের সমবেতভাবে জাতীয় সংগীতের সুর ও কথা বিকৃত করে একটি গান গাইতে দেখা গেছে।
মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার অভিষেক দাশ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভিডিও দেখার পর সিদ্ধেশ্বরী দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপজেলা অফিসে ডেকে আনা হয়। সিদ্ধেশ্বরী দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে গত সেপ্টেম্বর মাসে মাদ্রাসাটি চালু হয়। যার কোনো অনুমতি নেই, তাই উপজেলা প্রশাসন এর কার্যক্রম স্থগিত করে জেলা প্রশাসককে অবহিত করেছে।’
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, ‘যে শিক্ষক জাতীয় সংগীত বিকৃতভাবে উপস্থাপনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত তাকে মাদ্রাসায় পাওয়া যায়নি। তবে, তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে ফোনে যোগাযোগ করে বিষয়টি ভুলবশত হয়েছে বলে ক্ষমাপ্রার্থনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাউন্ট থেকে ভিডিওটি সরিয়ে ফেলার কথাও বলেন।’
মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) নাহিদ আহমেদ বলেন, ‘আমি নিজে ওই মাদ্রাসা প্রাঙ্গনে গিয়েছি। সেখানে মসজিদ কর্তৃপক্ষকে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছি। তাদের পরবর্তী নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।’
মুরাদনগরের সিদ্ধেশ্বরী দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আলীম ভুঁইয়া বলেন, ‘সেপ্টেম্বর মাসে মাদ্রাসাটি চালু করা হয়। জাতীয় সংগীত বিকৃতির অভিযোগে উপজেলা প্রশাসন এটি বন্ধ করে দিয়েছে। তবে, মসজিদের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।’
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ নাজিবুল্লাহ আফসারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।