ডেস্ক নিউজ
ঢাকায় অবস্থিত বিদেশী বিভিন্ন মিশনে দায়িত্বরত কূটনীতিকদের করোনার বুস্টার ডোজ শুরু হচ্ছে আজ রবিবার থেকে। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে এ কর্মসূচীর উদ্বোধন করা হবে। খবর অনলাইনের।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক কূটনীতিকদের বুস্টার ডোজ কর্মসূচীর উদ্বোধন করবেন।
গত ১৯ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটরিয়ামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়। শুরুতে স্বাস্থ্য কর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেয়া হয়। এর ৯ দিনের মাথায় সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়। বুস্টার ডোজ দেয়া শুরুর ২১ দিনের মাথায় কূটনীতিকদের এ আওতায় আনা হচ্ছে।
এর আগে, গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে কূটনীতিকদের টিকা দেয়া শুরু হয়। ওই দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ মোট ২১ জন বিদেশী কূটনীতিক টিকা নেন।