নিজস্ব প্রতিবেদক:
১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে অবস্থান কর্মসুচি পালন করেছে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। আজ শনিবার বিকেলে শহরের আলাইপুস্থ জেলা বিএনপির কার্যালয়ে কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন। অবস্থান চলাকালে তারা বলেন, এই সরকার জনগনের কথা চিন্তাও করে না। এই সরকার তাদের নেতা কর্মিদের আখের গুঠানোর সরকার। এখন জনগনের জিবন ধারন করায় কঠিন করে দিয়েছে। গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমুল্যের লাগামহীন উদ্ধগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্ণীতির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবে।