নিউজ ডেস্ক
কোটালিপাড়ায় বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সমীরণ হালদার। সে উপজেলার মধ্যকান্দি গ্রামের সুরঞ্জন হালদারের ছেলে। কোটালিপাড়া থানা পুলিশ উপজেলার কদমবাড়ি গ্রাম থেকে ৩০ গ্রাম গাঁজাসহ সমীরণ হালদারকে গ্রেফতার করে।
কোটালিপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, সমীরণ হালদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।