নিজস্ব প্রতিবেদক:
১১ বছরের শিশু রাবেয়া বসরী মহুয়া। এ বয়সে বন্ধুদের সঙ্গে যার খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা কিন্তু ঘাতক ব্যাধি ক্যান্সারতাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। গত এক মাস যাবৎ সেভারতের চেন্নাই এ্যপোলো ক্যান্সার ইনিস্টিটিউটে চিকিৎসাধিন। সেনাটোর শহরের কানাইখালী মহল্লার রায়হান আলীর একমাত্র মেয়ে।মহুয়ার পিতা রায়হান আলীর সঙ্গে কথা বলে জানা যায়,নাটোর সরকারীবালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী মহুয়ার বছর খানেক আগেগলা ব্যথা দেখা দিলে চিকিৎসকরা টনসিল বলে সনাক্ত করে। যথারীতিঅপারেশন ও করা হয়। কিছুদিন ভালো থাকার পর আবারো ও গলা ব্যাথা দেখাদেয় এবং আক্রান্ত স্থান ফুলে যায়। প্রথমে রাজশাহী ও পরে ঢাকায় গিয়েডাক্তার দেখায় এবং একাধিক পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে তার শরীরেক্যান্সার বাসা বেধেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলেডাক্তাররা বলেছেন, চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। যতদ্রুত সম্ভব তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেন।ক্ষুদ্র ব্যবসায়ী বাবারায়হান আলী তার শেষ সম্বল বসতবাড়ির জমি বিক্রি করে মেয়েকে ভারতেরচেন্নাই পাঠিয়েছেন গত একমাস আগে। তাকে মোট ছয়টি কেমোথেরাপি দেওয়ার প্রয়োজন। মহুয়াকে এখন পর্যন্ত দুটি কেমো দেওয়াহয়েছে। বাঁকি কেমো সহ চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।কিন্তু দরিদ্র বাবার পক্ষে আর মহুয়ার চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছেনা। তাই একজন অসহায় পিতা তার আদরের ছোট মেয়েটির প্রাণবাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনাকরেছেন।সাহায্য পাঠানোর ঠিকানাঃরাবেয়া বসরী মহুয়াপিতা- মোঃ রায়হান শেখমাতা- মোছাঃ রুমানা আক্তার রুমাযমুনা ব্যাংকের পার্শ্বে, কানাইখালী,ডাক+থানা+জেলা- নাটোর।
একাউন্ট নং- ০০৭০০৩১০০৩৫৭৬৮
যমুনা ব্যাংক, কানাইখালী, নাটোর শাখা।
বিকাশ- (পার্সোনাল): ০১৭৪৭-৮১৯৬৩৪