বিএনপির চেয়ার পারর্সন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বছর উপলক্ষ্যে নাটোরে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক আমিনুল হক , সদস্য সচিব রহিম নেওয়াজ ,সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , বিএনপি নেতা বাবুল চৌধুরি সহ দলীয় নেতা-কর্মিরা।
এ সময় বক্তারা বলেন, অন্যায় ভাবে খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে বন্দী করে রেখেছে। করোনার কারনে তাকে শর্ত সাপেক্ষ জামিনে মুক্তি দেওয়া হলেও প্রকৃতভাবে তিনি মুক্ত নন। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তাই জামিনের মেয়াদ বৃদ্ধি করে তাকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি প্রদানের দাবী করেন।