নাটোর প্রতিনিধি:
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে শহরের তেবারিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি তেবারিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ফয়সাল আলম আবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আলী হাসান সহ অন্যান্য নেতা-কর্মিরা। এসময় তারা বলেন অন্যায় ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা বন্দি করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।