নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের নববিবাহিত পুত্রবধু ধর্ষন মামলার আসামী শ্বশুড় শাহিন খন্দকারকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে সিপিসি-২ নাটোর র্যাব কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এ শাহিন খন্দকারকে গ্রেফতারের তথ্য জানান ক্যাম্প অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন। গ্রেফতারকৃত শাহিন খন্দকার জয়পুরহাটের ক্ষেতলাল থানার বড়াইল গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে।
সিপিসি-২ নাটোর ক্যাম্প অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ১৪ মার্চ রাতে শাহিন খন্দকার তার নববিবাহিত পুত্রবধুকে ঘুমন্ত অবস্থায় নিজ ঘরে তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্য সহ প্রতিবেশীরা এগিয়ে এলে শাহিন খন্দকার পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন ওই পুত্রবধুর মা বাদী হয়ে মেয়ের শ্বশুর শাহিন খন্দকারকে আসামী করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে শাহিন খন্দকার পালিয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে যাওয়ার পরিকল্পনা করে। তথ্য প্রযুক্তির ও সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানীর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সহযোগীতায় হাটিকুমরুল মোড় এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। প্রেস বিফ্রিং শেষে গ্রেফতারকৃত শাহিন খন্দকারকে গুরুদাসুপর থানায় হস্তান্তর করা হবে।