নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন মাটি কাটা ভেকু মেশিন জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের চরমশিন্দা গ্রামের অভিযান অভিযান করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক গুরুদাসপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি করছে অসাধু ব্যাবসায়ী। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ঘটনাস্থলে। এ সময় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে মাটি ব্যবসায়ী ভেকুর মালিক তারেক রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও তাঁর মেশিনটি (ভেকু) জব্দ করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।