নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের আওয়ামীলীগ নেতা মফিজের বাড়িঘর,মোটরসাইকেল ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগি পরিবার ও মফিজ সমর্থকরা। আজ দুপুরে উপজেলার ধারবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের পূর্বপাড়ায় রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন। এসময় তারা ইউপি নির্বাচনে পরাজিত নৌকার বিদ্রোহী (সতন্ত্র ) প্রার্থীর সমর্থকদের বাড়িঘর লুটপাট ও বাড়িঘর ভাংচুরের মিথ্যা অভিযোগে ভিত্তিতে পুলিশ গতকাল গভীর রাতে তার বাড়িতে ঢুকে ওই ভাংচুর চালিয়েছে বলে জানান। নৌকার পক্ষে নির্বাচন করায় তাকে ও তার সমর্থকদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। এদিকে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন মুঠোফোনে জানান, আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও জানান,ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী নৌকা প্রার্থীর সমর্থক মফিজ উদ্দিনের নেতৃত্বে কয়েকজন সমর্থকরা পরাজিত নৌকার বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাংচুরের খবর পেয়ে গ্রেফতারে উদ্দেশ্যে তার বাড়িতে যাওয়া হয়েছিল।