নাটোর প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযাহার উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধনের ব্যক্তিগত অর্থায়নে অসহায় দুঃস্থ এতিম শিশুদের মাঝে নতুন ঈদ বস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর পৌর সদরের শিক্ষাসংঘ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবকদের উপস্থিতিতে শতাধিক অসহায় দুঃস্থ এতিম শিশুদের মাঝে পরিধেয় নতুন ঈদ বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন।
এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার বাধন বলেন, প্রতিবছরের দুই ঈদে অসহায় দুঃস্থ এতিম শিশুদের মাঝে পরিধেয় নতুন ঈদ বস্ত্র বিতরণ করে থাকি। সামর্থ্য অনুযায়ী নিজ অর্থায়নে আমি এই পরিধেয় নতুন ঈদ বস্ত্র বিতরণ করি। ঈদ উপহারে কতিপয় কিছু এতিম শিশুদের মুখের হাসি আমার ঈদ আনন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমানত আলী শেখ,উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।