নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকার জেরে কৃষক আবুল কাশেম হত্যা মামলার পলাতক আসামী কেনান আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্প। আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পাবনার চাটমোহরের বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কেনান আলী গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর জোলারকান্দি) এলাকার মৃত রজব আলীর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ২০২১ সালের ৩ নভেম্বর কেনান আলী বিদেশ যাওয়ার জন্য আবুল কাশেমকে টাকা প্রদান করেন। আবুল কাশেম আসামী কেনানকে বিদেশ প্রেরণে ব্যর্থ হলে কেনান তার (আবুল কাশেম) কাছে টাকা ফেরৎ চান। এ নিয়ে দুই জনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত ০৩/১১/২০২১ তারিখ সকাল সাড়ে ৯ টার দিকে আবুল কাশেম বাইসাইকেল যোগে নাজিরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এ সময় নাজিরপুর ডিগ্রী কলেজের সামনে আসামী কেনান লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আবুল কাশেমের ঘাড়ে আঘাত করে। এতে কাশেম বাইসাইকেল থেকে রাস্তায় পরে যায়। পরে আসামী কেনান বুকের বাম পাশে ও পেটে টিপ চাকু দিয়ে কাশেমকে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আহত আবুল কাশেম এর চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে কেনান আলীকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কেনান আলী পলাতক ছিল। পরবর্তীতে পলাতক আসামী কেনানকে গ্রেফতারে সিপিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব-৫, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পাবনার চাটমোহরের বোয়ালিয়া (ধুলাউড়ি) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কেনান আলীকে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়েছে।