নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের গুরুদাসপুরের গুড়ার মিলে খাজনা নিয়ে হাট পরিচালনা কমিটি ও মিল মালিকদের দ্বন্দ্বে মিল বন্ধ থাকায় রাজ পথে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী শ্রমিকরা। আজ মঙ্গলবার উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাঁশহাটা এলাকায় মানববন্ধনে অবিলম্বে হাট পরিচালনা কমিটি ও মিল মালিক দ্বন্দ্ব নিরসন ও খাজনার বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান শ্রমিকরা।
সরেজমিনে বিষয়টি নিয়ে তথ্য জানতে গেলে এই প্রতিবেদকের পাওয়া তথ্য মতে, নাটোরের গুরুদাসপুর হাট পরিচালনা কমিটির সাথে উপজেলার ১৪টি গুড়ার মিল মালিকদের খাজনা নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। খাজনা জটিলতা নিরসনে কয়েকবার উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসার প্রক্রিয়া চললেও উভয়পক্ষ না বসায় তা নিরসন হয়নি। আর এভাবে চলতে থাকায় উভয়পক্ষের মধ্যে দূরত্ব বাড়ায় বিষয়টি আরও জটিল আকার করে। উভয় পক্ষের দ্বন্দ্বের এক পর্যায়ে মিল মালিকরা তাদের মিল বন্ধ করে দেয়। ১৫ দিন ধরে মিল বন্ধ থাকায় মিলে কাজ করা তিন শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়ে। ফলে মিলের খাজনা বন্ধ ও মিল খোলার দাবিতে রাজপথে নামে ভুক্তভোগী নারী-পুরুষ শ্রমিকরা।
এ সময় মিলে কাজ করা শ্রমিকরা জানান, ধীর্ঘদিন ধরে মিল বন্ধ থাকায় আমাদের সংসার আর চলছে না। আমারা এখন ভাতের অভাবে মরছি। অবিলম্বে হাট পরিচালানা কমিটির সাথে মিল মালিকদের দ্বন্দ্ব নিরস ও মিল খোলার দাবি জানাই।
কারখানা মালিকদের এমন দাবিকে নাকচ করে চাঁচকৈড় হাট পরিচালনা কমিটির পরিচালক আনিসুর রহমান জানান, সরকারি বিধি মোতাবেক তাঁরা খাজনা আদায় করে আসছেন। এখানে কোন বাড়তি খাজনা নেওয়া হয়না।
মিল মালিক ফজলুল হাবিব মধু জানান, পশুখাদ্য ও গো-খাদ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপর বাংলাদেশের সরকার খাজনা মওকুফ করেছে। কিন্তু এখানে হাট ইজারাদার কমিটি জোরপূবর্ক ভাবে খাজনা আদায়ের চেষ্টা চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।