পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি
এই শ্লোগানে নাটোরের গুরুদাসপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি, কেক কাটা,আলোচনা সভা ও চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় গুরুদাসপুর থানা পুলিশের আয়োজনে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস সহ কমিউনিটি পুলিশিং কর্মিটির সদস্যদের অংশগ্রহণে থানা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শাপলা চত্বর হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে কেক কাটার মধ্যে দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাহিদ হাসান খান,উপজেলা ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলাল শেখসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল করিম, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা, ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মতিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন,কমিউনিটি পুলিশিং কর্মিটির সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্র-ছাত্রী অংশগ্রহণে এক চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।