নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে এক কিশোরী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর গ্রামের কিশোরীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান একই উপজেলার বামন গাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোয়ারুজ্জামান ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন পূর্বে মেহেদী হাসান স্কুল পড়ুয়া ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সুত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গতকাল বুধবার মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় মেহেদী হাসান। পরে সেখানে তাকে জোর করে ধর্ষন করে মেহেদী হাসান। এরপর আজ বৃহস্পতিবার পূনরায় সে কিশোরীর সাথে দেখা করতে তার বাড়ীতে এলে বিষয়টি জানাজানি হয়। এরপর মেহেদী হাসানকে বাড়ীতে আটকে রেখে পুলিশে খবর দেয় কিশোরীর পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।