নাটোরের গুরুদাসপুরে ৫ কেজি গাজাসহ দুই যুবককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে দুই যুবকের ব্যাগ তল্লাশি চালিয়ে ৫ কেজি গাজা সহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা। আটকৃতরা হলেন কুষ্ঠিয়া জেলার দৌলতপুর থানার বাগুয়ান কান্দিপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে মিঠুন ও একই এলাকার আব্দুল বারীর ছেলে রাজু হাসান। এস আই আনোয়ারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ওই অভিযান পরিচালনা করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা টোল প্লাজায় মেহেরপুর গাংনি থেকে ছেড়ে আসা ঢাকা গামী সুপার সনিক বাসে তল্লাসি চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।