নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডক্টরস সেফটি চেম্বার (ফ্লু – কর্নারের) উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি ডক্টরস সেফটি চেম্বারটি উদ্বোধন করেন । প্রাকীর্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা ও গ্রীণ ভ্যালি পার্কের সৌজন্যে এ কর্নারের ব্যবস্থা করা হয়।
এ সময় লালপুর উপজেলার প্রথম করোনা পজিটিভ শনাক্ত রোগী পারভেজ মোশাররফ সুস্থ্য হওয়ায় লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক (স্বাস্থ্য ) সুলতানুজ্জামান টিপু, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি-আব্দুল ওয়াদুদ , গ্রীন ভ্যালি পার্কের পাবলিক রিলেশন অফিসার (সাংবাদিক) এ এম রায়হান প্রমুখ।