নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় শয়ন ঘরে শিকল লাগিয়ে গভীর রাতে আগুনে এক কৃষকের ৫টি ঘর পুড়িয়েছে দুবৃর্ত্তরা।রোববার রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।এতে শয়ন ৫টি ঘরের থাকা কৃষি পণ্য ও আসবার পত্রসহ যাবতীয় মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষক বাড়িতে যান ও তাৎক্ষনিক শুকনা খাবার দেন।
আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বীরেশ্বর মন্ডল (৬০),তিনি উপজেলার পিপরুল ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়,রোববার রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের কৃষক বীরেশ^র মন্ডলের বাড়িতে আগুন লাগে।এসময় মহুর্তের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।্এত ঘরে রাখা কৃষি পন্য পেঁয়াজ রসুনসহ ঘরের মূল্যবান আসবারপত্রসহ গবাদি পশু ছাগল পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে কৃষক পরিবার।ক্ষতিগ্রস্ত কৃষক বীরেশ^র মন্ডল বলেন,সন্ধ্যায় রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পরি।গভীর রাতে আমাদের শয়ন ঘরের শিকল লাগিয়ে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়।্এতে আমার ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,আগুনের সূত্রপাত কিভাবে হল সেটা খতিয়ে দেখা হচ্ছে।আগুনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।