ডেস্ক নিউজ
কৃষক ধানের দাম একটু বেশি পাচ্ছেন। চাল আমদানি করলেও ধানের দাম কমবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বুধবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, রাশিয়া থেকে সার ও গম আমদানি বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। রাশিয়ায় পুনরায় আলু রফতানির পাশাপাশি বাংলাদেশ থেকে দেশটির আম আমদানির আগ্রহ রয়েছে বলে জানান মন্ত্রী।
এছাড়া বৈঠকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে নিয়েও আলোচনা করেন তারা।