জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু হচ্ছে RAB এর হট লাইন। সোমবার ( ১৭ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হটলাইন ইমেইল আইডিঃ rabintdir@gmail.com
এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা RAB এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদের প্রথমে আত্মসমপর্ণের সুযোগ দেয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেয়া হবে।