নাটোর প্রতিনিধি: জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবীতে নাটোরে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতা-কর্মিরা সমবেত হয়ে প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসুচি পালন করা হয়। পরে তারা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় প্রেসক্লাবের সামনে ফিরে গিয়ে শেষ হয়। গণঅবস্থান চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সুব্রত সরকার, যুগ্ম সাধারন সম্পাদক খগেন্দ্র নাথ রায়,সদস্য তপন চৌধুরী সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমন ,অগ্নিসংযোগ,নারী নির্যাতন, হত্যার হুমকি, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস,সামাজিক যোগাযোগ মাধ্যম ও সভা সমাবেশে ধর্মের প্রতি কুটুক্তির প্রতিবাদ এবং গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি ,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ বিভিন্ন দাবী করেন তারা।