ডেস্ক নিউজ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের শিশু যাইয়ানা জোহানী ঐক্য গণিতে অসামান্য প্রতিভার অধিকারী। মাত্র ১১ বছর বয়সে শিশুদের তিনটি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন, একটিতে ফার্স্ট রানার্স আপের গৌরব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ঐক্যের বাবা ইউরোলজি বিশেষজ্ঞ ডা. তৌহিদ বেলাল তপন ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও মা নাজিয়াত ফারাফ তানিয়া ঢাকায় বারডেমের চিকিত্সক।
ঐক্যের বাবা তপন বলেন, ‘২০১৫ সালে কক্সবাজারে শিশুদের জন্য অনুষ্ঠিত আলোহা গণিত অলিম্পিয়াডে সাড়ে চার বছর বয়সে ঐক্য অংশ নেয় ও গ্রান্ড চ্যাম্পিয়ন হয়। বিদেশে প্রথম ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত শিশুদের গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে গ্রান্ড চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে ঐক্য। চীন ও রাশিয়াতে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে এবং গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়। আর মালয়েশিয়াতে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ফার্স্ট রানার্স আপ হয়। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত শিশুদের গণিত অলিম্পিয়াডে পাঁচবার গ্র্যান্ড চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। এসব গণিত অলিম্পিয়াডে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। যাইয়ানা জোহানী একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ৪র্থ শ্রেণির ছাত্রী।’